August 31, 2025, 1:13 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাটিকামারী স্কুল এন্ড কলেজের সামনে থেকে এদেও গ্রেপ্তার করা হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া জানান, ঢাকা ও ঝালকাঠি থেকে আসা দুই মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাটিকামারী স্কুল এন্ড কলেজের সামনে অভিযান চালানো হয়। এসময় ১৫০ পিচ ইয়াবাসহ দ্বীন ইসলাম (৪২) এবং মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পর গাপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #