July 3, 2025, 11:30 pm
রিপন ওঝা, মহালছড়ি।
মহালছড়ি জোন কর্তৃক আজ শনিবার ১১ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে আর্ত মানবতার সেবায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূঁইয়া এর নির্দেশনায় দুর্গম পাহাড়ি এলাকায় স্থানীয় তৃপন চাকমা (৪১) জ্যাতি লাল চাকমা (২৯) বিকাশ চন্দ্র চাকমা (৩৯) মেচং চাকমা (৩৩) ভূবন জ্যাতি চাকমা (৪৭) আর্য চাকমা (২৭) নাম উল্ল্যেখিত অসহায় মানুষদের মাঝে আর্থিক সহযোগিতা দাতকুপিয়া আর্মি ক্যাম্পের আওতাধীন সুবলকিষ্ট পাড়া এবং গোলাক্ক পাড়া এলাকা দাঁতকুপিয়া আর্মি ক্যাম্পের সাবজোন কমান্ডার মেজর এস এম ইমরুল কায়েস গরীব ও দুস্থ পাহাড়িদের সাথে কুশলাদি বিনিময় ও নগদ অর্থ প্রদান করেন।