January 15, 2025, 11:37 am
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অংশ গ্রহণে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও দলীয় সমর্থকবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে হাজির হয়। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশস্থলে জমায়েত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, আবু হানিফ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, শাহজাহান আলী, আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান আলী কমল, ভারপ্রাপ্ত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাজমুল হোসেন, ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।