August 31, 2025, 6:53 pm
নিতিশ চন্দ্র বর্মন, আটোয়ারী প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় এবং আটোয়ারী উপজেলা কালবের আয়োজনে শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা হলরুমে ওই বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়৷
আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মুঃ বিপ্লবী জিল্লুর নুর হোসেন সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
সমবায় অফিসার রোকেয়া খাতুন ও কলবের “ক” অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান। এছাড়াও পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার কালবের চেয়ারম্যানগন, আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, ট্রেজারার আবু সালেক মোঃ কামরুজ্জামানসহ সংগঠনের সদস্যবৃন্দ ও উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বিপ্লবী জিল্লুর নুর হোসেন সরকার আটোয়ারী উপজেলা কালবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ১৯৫৫ সাল থেকে ক্রেডিট ইউনিয়ন গুলোকে একটি সমাজ ভিত্তিক সমবায় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পারস্পরিক সহযোগিতা, সততা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সম্পৃক্ত করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষকে সমবায়ের মাধ্যমে আত্মউন্নয়নের পথ দেখিয়েছে। ইহা কেবলমাত্র সঞ্চয় ও ঋণদান সমিতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মহান পেশায় নিয়োজিত শিক্ষক সমাজকে নিয়ে শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন গঠন করে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি আরো বলেন, আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে এর অন্তর্ভুক্ত শিক্ষকরা দুঃসময়ে বা বিপদ-আপদে সমিতির পক্ষ থেকে বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এছাড়াও সমিতির পক্ষ থেকে স্বল্প সুদে ঋণেরও সুব্যবস্থা রয়েছে।
উল্লেখ যে, বিগত ২৮ নভেম্বর ২০০৮ সালে কালবের ব্যবস্থাপনায় আটোয়ারী উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সহযোগিতায় আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর যাত্রা শুরু হয়। আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ অত্র উপজেলায় সমবায়ীমনা শিক্ষক, শিক্ষিকা সমবায় নীতিমালার ভিত্তিতে পরিচালিত একটি প্রতিষ্ঠান। অত্র সমিতি একটি আদর্শ সমবায় সমিতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সার্বিক প্রচেষ্টা অব্যাহত চালিয়ে যাচ্ছে।