August 30, 2025, 11:07 am
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীর বিলাসপুরে নীলা কীর্তণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কীর্তণ অনুষ্ঠান চলাকালীন প্রতিদিন রাধা গোবিন্দের পূজা অর্চনা করে বিশ^ শান্তি ও সকলের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠান পরিদর্শন করেন ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল। এসময় বিলাসপুর কীর্তণ উদযাপন কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ তালুকদার, সাধারণ সম্পাদক অসীম কুমার তালুকদার , যুগ্ম সাধারণ সম্পাদক সজল কুমার সরকার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত ১ লা জানুয়ারী অধিবাস কীর্তণের মধ্যে দিয়ে শুরু হয়ে সোমবার(৬ জানুয়ারী২৩)ইং ভোরে নীলা কীর্তণের মধ্যে দিয়ে শেষে হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল, জামালপুর,ময়মনসিংহ শেরপুর সহ বিভিন্ন জেলার কৃষ্ণ ভক্তরা অংশ নেয়।
হাফিজুর রহমান