January 15, 2025, 4:49 am
কে এম সোহেব জুয়েল :গৌরনদীর সরিকল ইউনিয়নের সাকোকাঠি মিসুকস্টান্ড সংলগ্ন সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার শিঘ্রই চালু হতে যাচ্ছে। এবং বিভিন্ন পদে লোকবল নিয়োগের প্রথম পর্বের যাচাই বাচাই পরীক্ষা আজ সোমবার ৬ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় অনুষ্টিত হয়েছে।
পরীক্ষা নিয়োগ বোর্ডে যাচাই বাচাই করনে উপস্হিতি ছিলেন সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা কমিটির সদস্য ডা: মোহাম্মদ হেদায়েত উল্লাহ,আলহাজ্ব মো: সাজ্জাদ হোসেন বাবুল,বাবু উপেন চন্দ্র মন্ডল,মোসাম্মত মিনা আফরোজ মো: মেহেরব আলম শুভ আব্দুল হালিম।
পরীক্ষা চলাকালীন সময় কোন প্রকার স্বজন প্রিতি লক্ষ করা যায় নাই। সু- শৃঙ্খল ভাবেই উপস্থিতিদের মাঝে পরীক্ষা নেয়ার দৃশ্য লক্ষ করা গেছে।
অপর দিকে হাসপাতালটি চালু হলে সঠিক সেবা সহ আর্থিক সাশ্রয় পাবেন বলে এমন ধারনা করেন স্হানীয় সাধারণ ও সচেতন মহলের লোকজন। হাসপাতালটি চালুর হওয়ার সম্ভবনায়স্হানিয়দের মাঝে ব্যাপক উৎসাহের সারা লক্ষ করা গেছে।।