January 2, 2025, 9:33 pm
রিপন ওঝা, মহালছড়ি
খাগড়াছড়ির মহালছড়ির মাইসছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় ২৯৮নং আসনের মাননীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুঃস্থদের প্রধামন্ত্রীর উপহার সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করেন।
আজ ৩ফেব্রুয়ারি শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আজ মহালছড়ির মাইসছড়ি ইউনিয়ন পরিষদ কর্তৃক অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল ও সেলাই মেশিন বিতরণ করেন।
সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন সারাদেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়িতেও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানান।
তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের প্রিয় মার্কা নৌকায় রায় দিয়ে খাগড়াছড়ি আসনকে উপহার দিতে সক্ষম উপস্থিত সকলের নিকট আহ্বান জানান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি নীলোৎপল খীসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা ও মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক চাম্পা মারমা,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান, মাইসছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ মনির হোসেন, সাংবাদিক মোঃ ফারুক আহমেদ রানা ও স্থানীয় জনগণ প্রমুখ।