August 31, 2025, 10:27 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
খুলনায় সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র লা-শ উ-দ্ধার গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভি-যানে ট্রাফিক আ-ইনে ২১ মাম-লা দা-য়ের  ময়মনসিংহে তিনদফা দা-বীতে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অব-রোধ, ভো-গান্তিতে যাত্রীরা পটুয়াখালীতে যুব অধিকারের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিপি নুর সহ সকল আহ-তদের সুস্থতার জন্য দো-য়া ও মিলাদ সড়ক অ-বরোধ করে মানিকহাট ইউনিয়ন পরিষদে ভূমি অফিস স্থানান্তরের দাবিতে বিক্ষো-ভ ও মা-নববন্ধন আশুলিয়ায় কিশোর গ্যা-ং মা-দক স-ন্ত্রাসীদের অ-ত্যাচারে অতি-ষ্ঠ পোশাক শ্রমিক এলাকাবাসী সুনামগঞ্জ-৫ আসনে জ-মজমাট ল-ড়াইয়ে বিএনপি জামায়াত ও উদীয়মান ইসলামি নেতৃত্ব ধামইরহাটে অ-গ্নিকান্ডে ক্ষ-তিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, টাকার চেক ও খা-দ্যদ্রব্য বি-তরণ পাইকগাছায় পোদা নদী ও গয়সা খাল উন্মুক্তের দা-বীতে মা-নববন্ধন অ-নুষ্ঠিত গোদাগাড়ীর পালপুর মালিগাছায় দু-র্বৃত্তরা নিজ বাড়িতে খু-ন করছে এক বৃদ্ধাকে
র‌্যাব-১২’র অভিযানে গৃহবধূকে হত্যায় আন্ত জেলা ডাকাত দলের ৪ জন পলাতক আসামি গ্রেফতার

র‌্যাব-১২’র অভিযানে গৃহবধূকে হত্যায় আন্ত জেলা ডাকাত দলের ৪ জন পলাতক আসামি গ্রেফতার

বিশেষ প্রেস বিজ্ঞপ্তি।

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে গরু চুরিতে বাধা দেয়ায় পিকআপ চাপায় গৃহবধূকে হত্যার ঘটনায় আন্ত জেলা ডাকাত দলের ৪ জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে

১। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯গোপন নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‌্যাব।

২। গত ০১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ ভোর ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়ার গ্রামের একটি বাড়ি থেকে গরু চুরি করে পিকআপে করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল চোরচক্র। গোয়াল ঘরে থাকা অন্যান্য গরুর ডাকে টের পেয়ে বাড়ির গৃহবধূ সেলিনা খাতুন(৪৫), স্বামী আমির চাঁন(৫৩), তার দুই ছেলে জুবাইল(২১) এবং ওয়ালিদ(১৪) বাড়ীর বাইরে বেরিয়ে এসে দেখেন তাদের ২ টি গরু পিকআপে তোলা হয়েছে। গাড়ী থামানোর জন্য গৃহবধূ সেলিনা খাতুন(৪৫) ও তার ছেলে পিকআপের সামনে গিয়ে গাড়ী থামানোর চেষ্টা করেন।

৩। এ সময় চোরচক্রটি দ্রুত গতিতে পিকআপ চালিয়ে মা ও ছেলেকে চাকার নিচে পৃষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ সেলিনা খাতুন(৪৫) নিহত হন এবং ছেলে জুবায়ের গুরুতর আহত হন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় চরসারটিয়া এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরুসহ পিকআপ টি রেখে পালিয়ে যায় চোর চক্র। পরবর্তীতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরি হওয়া গরুসহ পিকআপটি থানায় নিয়ে আসে।

৪। উক্ত ঘটনায় মৃত সেলিনার স্বামী বাদি হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মোঃ আমিরুল ইসলাম @ আমিরসহ অজ্ঞাত নামা আসামীর বিরুদ্ধে দস্যুতা এবং হত্যা করার অপরাধে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০১/৬৭, ধারা ১৮৬০ সালের ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক ভাবে চাঞ্চল্য সৃষ্টি করে, পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচারিত হয়। পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

৫। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাব-১ এর সহায়তা র‌্যাব-১২’র একটি চৌকস আভিযানিক দল। আধুনিক তথ্য প্রযুক্তি ও র‌্যাব গোয়েন্দা শাখার সার্বিক সহযোগীতায় গত রাত ভর সিরাজগঞ্জ এবং টাংগাইলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক অজ্ঞাত আসামি ১। মোঃ লতিফ হোসেন(৪৫), পিতা- মৃত আবুল শেখ@ চাঁন মিয়া, সাং- সিরাজগঞ্জ মিরপুর, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ , ২। জহিরুল শেখ(৩৫), পিতা- আবুল হোসেন, সাং- শিবপুর, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ, ৩। আঃ ছালাম(৩৮), পিতা- মৃত আবুল হোসেন, সাং- চন্ডীবর, থানা- শাহজাহানপুর, জেলা- বগুড়া, ৪। মোঃ মিন্টু মিয়া(৩৪), পিতা- মোঃ জহুর উদ্দিন, সাং- বারইপাড়া, থানা- ধনবাড়ি, জেলা- টাংগাইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

৬। উল্লেক্ষ যে গ্রেফতারকৃত আসামিরা পূর্বেও একাধিক চুরি এবং ডাকাতির সাথে সম্পৃক্ততা থাকায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

৭। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

৮। অদ্য ২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় র‌্যাব-১২’র ব্যাটালিয়নে একটি বিশেষ প্রেস ব্রিফিং এর মাধ্যমে মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এ তথ্য নিশ্চিত করেন।

স্বাক্ষরিত……….
মোঃ মোস্তাফিজুর রহমান
সিনিয়র সহকারী পুলিশ সুপার
মিডিয়া অফিসার
র‌্যাব-১২, সিরাজগঞ্জ।
মোবা-০১৭৭৭-৭১১২০৩

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD