September 21, 2024, 2:57 am
রক্সী খান মাগুরা প্রতিনিধি – মাগুরা জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো: কামরুল হাসান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রণয় কুমার দাশ, বিজ্ঞ জেলা ও দায়রা জজ,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
সহকারী জজ জনাব রোমানা রোজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিসেট্রট এম জাহিদ হাসান, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিসেট্রট মোঃ হুমায়ুন কবির, বিজ্ঞ জেলা লিগ্যাল এইড অফিসার ( সহকারী জজ) মোঃ ফরিদুজ্জামান, সহকারী জজ মোঃ শফিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালত এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিসেট্রট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম রব্বানি ও বিদায়ী জেলা ও দায়রা জজ এর সহধর্মিনী ও বক্তব্য রাখেন ।
রক্সী খান,মাগুরা।