September 20, 2024, 1:36 am
মোংলা প্রতিনিধি
আগামী ৪ ফেব্রুয়ারী খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে মোংলায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় পৌর শহরের মাদ্রাসা রোডে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সহ-সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলম, মোংলা পৌর বিএনপির সহ-সাধারন সম্পাদক মোকসেদুল আলম গামা ও বাগেরহাট জেলা যুবদলের সদস্য মোঃ আলাউদ্দিন। খুলনার সমাবেশ সফলের এ প্রস্তুতি সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবি দল ও মহিলা দলের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দির মুক্তি, ও গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দাবীতে ৪ ফেব্রুয়ারীর খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে হবে।