January 15, 2025, 6:59 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগর;
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মহাজন পাড়া অরাজি চামেস্বর চুচলি গ্রামে গ্রামের মইনুল হকের ক্রয় কৃত আশি শতক জমি তফসিল মৌজা চুচুলি জেল নং ৫৩ সাবেক খতিয়ান ৩৮৬ হাল খতিয়ান ৪২৫ দলিল নং ৩১৭১ মোট জমি একা কর বাষট্টি শতাংশ মধ্যে মইনুল হকের ৮০ শতক জমি জবর দখল করতে গেলে স্থানীয় চুচু লি মহাজন পাড়া মোস্তাকিম নুর আলম শুয়েল আসারু শিমু বেগম বিষেনি লাকি বেগম বুলি জোরপূর্বক জমিতে দখল করতে গেলে তৎক্ষণাৎ রাজু ইসলাম বাধা দিলে তাকে মারপিট করে রাজুর পিতা মইনুল হক রাজুকে বাঁচাতে গেলে মইনুল ডান পা কোদাল দিয়ে জখম করে এ সময় পরিবারের অন্য সদস্যরা চিকিৎসার জন্য অটোয়ার স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে অবস্থার অবনতি দেখলে দায়িত্বগত চিকিৎস উন্নত চিকিৎসার জন্য রেফাট করে বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। পরবর্তীতে মইনুল এর ছেলে মোঃ রাজু ইসলাম বাদী হয়ে গত ২৮/১/২৩ ইং আটোয়ারী থানায় আটজনকে আসামী করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে অটোয়ারী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা মামলা দায়ের একজন আসামি আটকের বিষয়ে নিশ্চিত করেন।
বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।