January 2, 2025, 10:31 pm
কে এম সোহেব জুয়েল ঃবাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর খোলা মরু উদ্যানকে সবুজ রংঙ্গের বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা দিয়ে বৈচিত্র্যময় প্রাকৃতিক মনরম পরিবেশে রুপান্তরিত করেছেন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান নানা গুনে গুণান্বিত ওই এলাকার স্বল্প সময়ের বহুল প্রসাংশিত জন প্রিয় ব্যাক্তি ইন্সপেক্টর অব পুলিশ বাবু সনজিৎ চন্দ্র শীল।
তিনি ( সনজিৎ) সম্প্রতি আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করে মানুষের সেবা ও আইন শৃঙ্খলার মধ্য দিয়ে যেমনি ভাবে ওই এলাকার মানুষের সমস্যা লাঘবে স্বল্প সময়ে মন কেরে নিয়ে ধন্য হয়েছেন, তেমনি ভাবে তার অফিস চত্বরের খোলা জরাজীর্ণ অবহেলিত মরু উদ্যানটিকে নজরে নিয়ে অক্লান্ত পরিশ্রম মেধা ও সাধনা দিয়ে সবুজ বৃক্ষ রোপনের মধ্য দিয়ে যেন এক বাসর ঘড় সজ্জিতে কেরে নিয়েছেন ওই এলাকার সর্ব মহলের মানুষের মন। তার সহোযোগিতায় ছিল তদন্ত কেন্দ্রের অন্যান্য একাধিক পুলিশ সদস্য
এ ছারাও গুরু দায়িত্বে ব্যাপক উৎসাহ যোগিয়ে আরো সৌন্দর্য্য লাঘবে অর্থ অনুদান করেছেন তারি অভিভাবক জেলা সু- যোগ্য পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম ( বিপিএম)।
তারি অনুদান ও উৎসাহর অবদানের ফলশ্রুতিতে অন্ধকারকে আলোকিত এবং অনাবাদি স্হানকে সবুজ রঙ্গের নানান প্রজাতের ফলজ চারা দিয়ে আলোক সয্যায় রুপান্তরিত করতে সক্ষম হয়েছেন ওই তদন্ত কেন্দ্রের প্রধান বৃক্ষ বন্ধু বাবু সনজিৎ চন্দ্র শীল।
তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা সনজিৎ বলেন, প্রচেষ্টা উৎসাহ উদ্দীপনাই অন্ধকারকে আলোকিত করে সৃষ্টি করতে পারে সোনার বাংলাদেশ। তাই আমরা সকলে পরিশ্রমি হই এবং সকল অনাবাদি জায়গাকে আবাদ করে দেশকে সমৃদ্ধশালি করে গড়ে তুলে তৈরি করতে সক্ষম হই সোনার বাংলাদেশ।