September 9, 2024, 7:25 pm
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে পহেলা ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে নৌকার প্রতীকের বিজয়ের লক্ষ্যে শেষ প্রচার প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে নাচোল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কেসবা দাখিল মাদরাসায় এ প্রচার প্রচারণা অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত)
সভাপতি আবুল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান, বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন।
উপস্থিত এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।