September 20, 2024, 12:57 am
মোঃ হামিদার রহমান নীলফামারী ঃ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ক্যান্টমেন্ট বোর্ড স্কুল সংলগ্ন সোনালী ব্যাংক লিমিটেড ক্যান্টমেন্ট শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১.০০ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্টের সি.ই.ও মোঃ আল-মামুন, বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের সোনালী ব্যাংকের জিএম মোঃ আতাহারুল ইসলাম ও তাঁর সহধর্মনী সহকারী অধ্যাপক রুনা লায়লা মিতা, সভাপতিত্ব করেন উক্ত শাখার ব্যবস্থাপক মোঃ মাহমুদুজ্জামান। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অত্র শাখার সাবেক ব্যবস্থাপক জনাব মোঃ খালেকুল আলিম, সিনিয়র অফিসার অনিরুদ্ধ রায়, সিনিয়ার অফিসার ক্যাশ তারিক আব্দুল্লাহ, সিনিয়র অফিসার মাহমুদুন্নবী, সিনিয়র অফিসার বেগম শবনম মোস্তারী, সিনিয়র অফিসার হাফিজুল ইসলাম, অফিসার ক্যাশ আরিফুল ইসলাম রাসেল। শাহজাহান আলী সরকার।