September 10, 2024, 7:02 am
পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি: পাথরঘাটা কোস্টগার্ডের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারী যুবককে আটক করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ আলী, এলএস, এর নেতৃত্বে ২৮ জানুয়ারি দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই অভিযান চালানো হয়।
পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা একালায় এই অভিযানে অবৈধ ইয়াবা ও গাজাঁ ক্রয় বিক্রয়কালে মোঃ শাহদাত হোসেন (২৮) কে ২০২ পিস ইয়াবা এবং ৩৬০ গ্রাম গাজাঁ সহ আটক করা হয়।
উক্ত মাদক ব্যাবসায়ী বরগুনা জেলার পাথরঘাটার কালমাঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামের বাসিন্দা মোঃ সিদ্দিক মাল এর ছেলে।
কোস্টগার্ড বাদী হয়ে উক্ত আসামির নামে পাথরঘাটা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আলী ।
এবিষয়ে অফিসার ইনচার্জ পাথরঘাটা থানা শাহআলম হাওলাদারের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ কারা যায়নি#
অমল তালুকদার।।