November 12, 2024, 7:25 am
মোঃ রাসেল সরকার//
রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ বুধবার তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ওরফে বাদশা ওরফে রবিউল ছৈয়াল (২৭), জাহিদ হোসেন (২৫) ও সুমন মিয়া ওরফে সুমন বেপারী (২৪)। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুইটি ছোরা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করছিলো। এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে পালিয়ে যেত।
আটক রবিউলের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা ও শ্যামপুর থানায় ডাকাতি এবং অস্ত্রসহ মোট ১০টি মামলা রয়েছে। জাহিদ ও সুমনের বিরুদ্ধে দুটি করে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।