July 6, 2025, 6:24 am
(রিপন ওঝা, মহালছড়ি)
মহালছড়ি উপজেলার মাষ্টারপাড়ার সরস্বতী পূজায় মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং সন্ধ্যায় গীতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সারাদেশের ন্যায় আজ ২৬ জানুয়ারি ২০২৩ রোজ বৃহস্পতিবার তিথি অনুসারে সকাল হতে বিকাল পর্যন্ত পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শ্রীপঞ্চমীর দিনে প্রতিটি পূজামণ্ডপে
ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।। ওঁ সরস্বত্যৈ নমাে নিত্যং ভদ্রকাল্যৈ নমাে নমঃ বেদবেদান্তবেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ। এষ সচন্দন পুষ্পবিল্বপত্ৰাঞ্জলি সরস্বত্যৈ নমঃ মন্ত্রে বিদ্যার ও সুরের দেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা করা হয়।
কার্যত ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের পরিবারে এই দিন শিশুসন্তানদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন মহাপ্রসাদ আস্বাদন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপ গুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। পূজার পরের দিনটি শীতল ষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে কোনও কোনও হিন্দু পরিবারে সরস্বতী পূজার পরদিন অরন্ধন পালনের প্রথা রয়েছে।
উল্লেখ্যে যে, পুরাণ অনুযায়ী ব্রহ্মা জগৎ সংসার সৃষ্টি করেন। গাছপালা, জীব-জন্তু সৃষ্টি সত্ত্বেও কোনও কিছুর অভাব লক্ষ্য করেন। তখন তিনি নিজের কমন্ডল থেকে জল ছেটালে এক স্ত্রী প্রকট হন। তাঁর এক হাতে বীণা ও অপর হাতে পুস্তক ছিল। আবার তৃতীয় হাতে মালা ও বরমুদ্রায় ছিল চতুর্থ হাত। তিনিই সরস্বতী। সরস্বতীর বীণা বাদনের সঙ্গে সঙ্গে সংসারের সমস্ত জিনিসে স্বরের সঞ্চার হয়। বসন্ত পঞ্চমীর দিনেই সরস্বতীর উৎপত্তি। সে সময় থেকেই দেবলোক ও মৃত্যুলোকে সরস্বতী আরাধনা শুরু হয়।
এছাড়াও প্রতিবছরের ন্যায় মহালছড়ি দক্ষিণা কালী মন্দির ও মাষ্টারপাড়া যুব সমাজ, মহালছড়ি সরকারি কলেজ, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মাইসছড়ি জগন্নাথ মন্দিরসহ গ্রাম পাড়া মহল্লাতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপে সনাতনী শিক্ষার্থীসহ ভক্তবৃন্দ ও অন্যান্য ধর্মের মানুষজনও সমবেত হয়ে পূজামন্ডপ দর্শন করছেন। মহালছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাষ্টারপাড়ায় প্রতিবছরের ন্যায় এবারও সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে এবং পূজার দিনে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মাষ্টারপাড়াস্থ ২০২৩ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেবনাথ ও সাধারণ সম্পাদক অভিরাজ দেবনাথ মান্না শুভকামনা আশা করেন যে সরস্বতী পূজা উদযাপনের মধ্যে দিয়ে দেবীর আর্শীবাদে ভরে ওঠুক বাংলার জ্ঞান ভান্ডার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, বিশেষ অতিথি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সুনীল দাশ,ছাত্রলীগ সাধারণ সম্পাদক রনজিত দাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।