July 4, 2025, 12:44 am
শান্ত তালুকদার মধ্যনগর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সদর ইউনিয়নে রুপেশ্বর জাল মহলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। মধ্যনগর উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট নাহিদ হাসান খান এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন, গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়েছে। এ এলাকার হাওরে প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে মশারী খোনা জাল দিয়ে পোনা মাছ নিধন যজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাছ শিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় সরকারের নিষিদ্ধ ঘোষিত মশারী খোনা জাল দিয়ে মাছ শিকার করছিল জেলেদের দলটি। আদালতটি হাওর প্রবেশ করার খবর জানতে পারে শিকারীরা মাছের বংশ নিধন কারি জেলারা অবৈধ নিষিদ্ধ জাল অরক্ষিত অবস্থায় প্রত্নাস্থানে ফেলেরেখে জেলেরা চলে যায়। এ সময় আদালত পরিচালনা করে মেজিস্ট্রট নাহিদ হাসান খান খাউকে না পেয়ে অরক্ষিত জাল গুলি জব্দ করে আগুনে পুড়িয়ে দেন।##
শান্ত তালুকদার
মধ্যনগর, সুনামগঞ্জ