August 31, 2025, 9:36 pm
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের শিব মন্দির পাড়া এলাকায় বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রী শ্রী সার্বজনীন স্বরস্বতী পূজা ২০২৩ উপলক্ষে নতুন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস,স্কুল ব্যাগ,শিক্ষা সামগ্রী বিতরণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় ও প্রধান শিক্ষক অভিরঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার এজিএম সমর কান্তি ত্রিপুরা।
এই সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার অবসরপ্রাপ্ত সমবায় অফিসার রত্না কান্তি রোয়াজা।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিত্ত বিকাশ ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবল ত্রিপুরা,ভূমিদাতা ও কার্বারী বলংরায় ত্রিপুরা,পানছড়ি ৪ লতিবান ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের মেম্বার নিরঞ্জন ত্রিপুরা ,৭নং ওয়ার্ডের মেম্বার আফ্রুমং মারমা,বিশিষ্ট ব্যবসায়ী কাচাক কুমার ত্রিপুরা, সাংবাদিক মিঠুন সাহা,শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
রত্না কান্তি রোয়াজার পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীর জন্য খাতা কলম দেওয়া হয়।এই ছাড়া দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও স্কুল পোশাক ক্রয়ে সহযোগিতা করেছেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, স্কুল কমিটির সভাপতি পরিমল ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুবল ত্রিপুরা, মেম্বার নিরঞ্জন ত্রিপুরা,আফ্রুমং মারমা, মেম্বার কাখারাং ত্রিপুরা , প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম,এইছাড়া সাধন ত্রিপুরা,অমর শিংহ ত্রিপুরাও সহযোগিতা করেছেন।খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য এর ব্যক্তিগত সহকারী খগেন্দ্র ত্রিপুরা তিনটি ফুটবল দিয়েছেন শিক্ষার্থীদের জন্য।
এই সময় বক্তারা বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নতি ও সফলতা কামনা করে বক্তব্য রাখেন।