January 15, 2025, 6:30 am
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সারা দেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মহল্লায় ও বাড়িসহ উপজেলার সর্ববৃহৎ বিদ্যাপিট আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজ মাঠে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর কৃপালাভের আশায় পুজার আয়োজন করা হয়। ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রসাদ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী, উক্ত কলেজর প্রভাষক অমিত কুমার চৌধুরী, স্বপন সরকার, অধির চন্দ্র দেবনাথ, মুক্তা সাহা, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার আহবায়ক চৈতন্য চ্যাটার্জী, যুগ্ম আহবায়ক তপন কুমার, অনুপম কুমার মন্ডল, প্রহল্লাদ কুমার, পূজা কমিটির সভাপতি সবুজ কুমার, সাধারন সম্পাদক সৌরভ কুমার দাস।