September 13, 2024, 5:52 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মোক্তার ফুডপ্রোডাক্ট (কারখানায় ) বুধবার ২৫ জানুয়ারি এক ভয়াবহ অগ্নিকান্ডে ১টি চানাচুরের ঘরের আংশিক ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০হাজার টাকা। গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ বিপুল হোসাইন জানান, উপজেলার ধানডোবা মোক্তার ফুডপ্রোডাক্ট(কারখানায়) অগ্নিকান্ডের খবর বুধবার সকাল পৌনে ১১টার দিকে এক সাংবাদিক ফোনে জানালে সাথে সাথে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌছে, ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন,তিনি আরও জানান অগ্নিকান্ডে ১টি চানাচুরের ঘরের আংশিক ভস্মীভূত হয়েছে এবং আগুন নেভাতে গিয়ে কারখানার আল-আমীন নামের এক শ্রমিক আহত হয়,তাকে চিকিৎসার্থে দ্রুত মেডিকেলে পাঠানো হয়। মোক্তার ফুডপ্রোডাক্ট এর প্রতিষ্ঠাতা মো.মোক্তার হোসেন জানান,চানাচুর তৈরীর গরম তৈলের কড়াই থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০হাজার টাকা।