November 6, 2024, 12:31 pm
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ৪নং ‘ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাস্তার উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ঢাকা-১৯, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজিব।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০২৩ইং সকাল ১০টায় প্রথমে ঢাকা জেলার সাভার উপজেলাধীন ৪নং ইয়ারপুর ইউনিয়নের কন্ডলবাগ পুকুরপাড় বাজার ইয়ারপুর ইউপি সড়ক (চেইনেজ ০০-২৪০০মিঃ) কাজের শুভ উদ্বোধন করেন জনাব ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি- মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মঞ্জুরুল আলম রাজিব চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাভার, ঢাকা। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং জনাব শামীম আহম্মেদ সুমন ভুঁইয়া চেয়ারম্যান-ইয়ারপুর ইউনিয়ন পরিষদ, সাভার, ঢাকা। প্রথমে উক্ত পুকুরপাড় রাস্তার উদ্বোধন করা হয়, এরপর পর্যায়ক্রমে উক্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।
এ সময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভুঁইয়া’র মাথায় হাত দিয়ে দোয়া করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ঢাকা-১৯, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী জমত আলী দেওয়ান, আশুলিয়া থানা যুবলীগের সভাপতি প্রার্থী রাজু দেওয়ান, আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সানাউল্লাহ ভুঁইয়া সানি’সহ আশুলিয়া থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ দলীয় নেতৃবৃন্দ ও হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন। শেষে দুপুরের খাবারের জন্য বিরতি দেয়া হয়।