July 5, 2025, 6:14 pm
নিতিশ চন্দ্র বর্মন। আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন। “
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানকে সামনে রেখে গত বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে আটোয়ারী থানা চত্বরে এসোসিয়েশনের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন পঞ্চগড়ের পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা পিপিএম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ উপকারভোগীগণ।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলার চার শতাধধিক নারী-পুরুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানান