July 3, 2025, 5:12 am
জাকিরল ইসলাম জাকির (দিনাজপুর) প্রতিনিধি:
দীর্ঘদিনের পলাতক: সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ মোরশেদুল মুমিন রাব্বিকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ। শুক্রবার রাতে পৌর শহররের কৃষ্টচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ মোরশেদুল মুমিন বিরামপুর পৌর শহররের কৃষ্টচাঁদপুর এলাকার হাসান আলীর ছেলে।
অভিযান পরিচালনাকারী থানার উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন বলেন, মোহাম্মদ মোরশেদুল মুমিন রাব্বির বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি পারিবারিক আদালতে দুটি পৃথক মামলা হয়। ওই মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে করা এসব মামলায় দীর্ঘ শুনানির পর মামলার অভিযোগ সাক্ষ্যপ্রমাণে সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় দুটি মামলায় তাকে পৃথক পৃথক ভাবে সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ড কাঁধে নিয়ে সে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ মোরশেদুল মুমিন রাব্বিকে শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
মো. জাকিরল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।