January 15, 2025, 2:37 pm
চাটমোহর পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন করা হয়।
উপজেলা প্রসাশনের আয়োজনে( ২৫ জানুয়ারি) সকালে চাটমোহর আর সি এন এন্ড বি এস এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বালুচর খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.মমতাজ মহল।
এ সময় উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান,উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, একাডেমি সুপারভাইজার গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ক্রিড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয় ।
সংবাদদাতা
মোঃ শাহ আলম
চাটমোহর প্রতিনিধি