August 30, 2025, 5:22 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: অবৈধ জাল অপসারণে “বিশেষ কম্বিং অপারেশন-২০২৩” বাস্তবায়নে বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী এবং নদী সংলগ্ন বিভিন্ন খালে অভিযান পরিচালনা করা হয়।উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে রোববার দুপুরে অভিযান চালায়। বিশেষ কম্বিং অপারেশন টীম এসময় ১ টি বেহুন্দী জাল, ২০০০ মিটার কারেন্ট জাল, ৬ টি চরঘেরা জাল, ৪০ কেজি ইলিশ মাছের পোনা, ২০ কেজি অন্যান্য মাছ এবং ১ টি ইঞ্জিনচালিত ট্রলার (স্টীলবডি) জব্দ করা হয়। সোমবার ২৩ জানুয়ারী জব্দকৃত মাছ এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়। ট্রলারটি জনসম্মুখে নিলামের মাধ্যমে ১লক্ষ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়। নিলাম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন সহ উপজেলা মৎস বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এব্যপারে মৎস কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।#