January 15, 2025, 10:33 am
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে উপজেলার মইজদিপুরে ৪ তলা বিশিষ্ট দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মইজদীপুর কামু মিয়ার বাড়ির সামনে এ মাদ্রাসাটির নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।৪ তলা বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সোহরাব হোসেন সুমন।
এ সময় বিশিষ্ট আলেম মাওলানা আতা উল্যাহ,মাওলানা ইসমাইল হোসেন,কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার,মাওলানা রহিম উল্যাহ বশিরী, মাওলানা আনোয়ার হোসেন,মাওলানা আবদুর রহিম,বিশিষ্ট ব্যবসায়ী ও সেনবাগ বিআরডিবির চেয়ারম্যান আতিকুর রহমান ভূঁইয়া পলাশ,শ্রমিক নেতা অলি ভূঁইয়া,আওয়ামীলীগ নেতা গোলাম মহি উদ্দিন বাহাদুর,মোঃ ফারুক,মফিজুল ইসলাম, জহিরুল ইসলাম পলাশ, মুক্তিযোদ্ধা সোলেমান বাহার,ইউপি সদস্য হারুনুর রশিদ,ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু সহ বিশিষ্ট আলেমবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সোহরাব হোসেন সুমন বলেন আামার স্বপ্ন ছিল বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করা,আজকে এ মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে সে স্বপ্নের কিছুটা বাস্তবায়ন হচ্ছে।তিনি মাদ্রাসা নির্মাণ কাজ সহ সকল কাজে এলাকার সকলের সহযোগিতা কামনা করেছেন।