August 31, 2025, 3:59 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
২২শে জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় সাতকানিয়া মাদার্শা ইউনিয়ন বাবুনগরে ড.আবু রেজা নদভী এমপি নাইট শটপিচ ক্রিকেট ২য় তম আসরের ২য় দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়নের কৃতি সন্তান কাঞ্চনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ আমিন শফি তিনি বলেন
দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্ম কে মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের প্রয়োজন বলে উল্লেখ করেন। উত্ত খেলায় সভাপতিত্ব করেন সাতকানিয়া সার্ভিয়ার সমিতির সভাপতি সার্ভিয়ার আবুল কালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইকাবাল মুন্না,মোহাম্মদ তারেক,বিশিষ্ট সমাজ সেবক মনির আহমদ,অত্র এলাকার সমবায় সমাজ কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান,প্রবাসী নাছির উদ্দীন এবং অত্র টুর্ণামেন্ট এর পরিচালক দেলোয়ার হোসেন বেলাল সহ অসংখ্য ক্রীড়ামোদী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন দুইটি ম্যাচের বিজয়ী দলের সেরা খেলোয়াড় এর হাতে ম্যান অব দ্যা ম্যাচ তুলে প্রধান অতিথি।