August 31, 2025, 7:33 pm
মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: ক্ষেতলাল উপজেলার শালবন গ্ৰামে নারীদের নছিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিল শুরু হয় বাদ
যহর এবং শেষ হয় ,বাদ আসর।
নছিহত ও দোয়া মাহফিলে নছিহত পেশ করেন অত্র শালবন গ্ৰামের মসজিদের খতিব ও শালবন রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাও শামীম ওসমান সাহেব।
মাহফিল শুনতে আসে শালবন গ্ৰাম সহ অত্র এলাকার বিভিন্ন গ্ৰামের নারী ও মহিলারা।
সেখানে উপস্থিত ছিলেন শালবন রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি ও সভাপতিত্ব করেন মোঃ লিয়াকত হোসেন। এবং উপস্থিত ছিলেন
সহ সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান আঙ্গুর।
মাহফিলের বয়ান শুনে অসংখ্য মা বোনেরা কান্নায় ভেঙে পড়েন।
সেখানে হাজার হাজার মা বোনেরা সমবিত হয়ে মাহফিলের বয়ান শুনেন তারা।
পরিশেষে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে উক্ত মাহফিলের সমাপনী ঘোষণা করা হয়।