July 6, 2025, 6:38 am
মো. আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে ৫১তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠ চত্বরে এ আলোচনা সভা হয়।
আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ভামদা আলিম মাদরাসার অধ্যক্ষ শাহ আলম সিদ্দিকী, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারি একাডেমিক সুপারভাইজার জহরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক বৃন্দ।
মো. আবু জাহেদ
পীরগঞ্জ, ঠাকুরগাঁও