September 19, 2024, 11:41 pm
গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদীতে ৫১ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রিড়া ও খেলাধুলা এবং পুরস্কার বিতরণ ২০২৩ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী ক্রীড়া সমিতি গৌরনদী এর আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এইচ এম জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী পৌর আওয়ামিলীগ এর সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, সহকারী শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জী, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ,
আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, আলোকিত বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজিব ইসলাম তারীম,সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলীউল্লাহ, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।।