January 15, 2025, 7:49 am
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলার কর্মরত সাংবাদিকদের জন্য “মোবাইল সাংবাদিকতা বিষয়ক ১৬ ও ১৭ জানুয়ারী ২দিন ব্যাপী এক প্রশিক্ষণ” আজ থেকে শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এই প্রশিক্ষণের আয়োজন করেছে। জেলার কর্মরত ৩৫ জন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নিয়েছেন।
মুন্সীগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত ২দিন ব্যাপী প্রশিক্ষণে ভিডিও রেকডিং, ভিডিও সম্পাদনা ও স্টোরি তৈরিসহ নীতিমালার উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
মুন্সীগঞ্জ জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উক্ত প্রশিক্ষণে অংশ নেন। দুইদিন ব্যাপী প্রশিক্ষণে প্রথম দিনে ট্রেণিং পরিচালনা করেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ ( পিআইবি) প্রশিক্ষক পারভিন সুলতানা রাব্বি, এবং ডেফোডিল ইউনির্ভারসিটি সহযোগী অধ্যাপক ( জার্নালিজম মিডিয়া কমিউনিকেশন বিভাগ) ড. জামিল খান।
আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড সোহানা তাহমিনা। আগামী ১৭ জানুয়ারি “মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন” এর সমাপনী অনুষ্ঠিত হবে ।