January 15, 2025, 8:15 am
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরীর হাসনাবাদ ইউনিয়নের পাখিরহাট সংলগ্ন বাবলু সরকারের জমিতে দীর্ঘ দুই বছর থেকে ৫টি পুকুর খনন শেষে আরো ২টি পুকুর খননে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে। এদিকে বালু উত্তোলনকারী ব্যবসায়ী বজলার রহমান সরকারি নির্দেশনা অমান্য করাসহ প্রশাসনের নাম ভাঙিয়ে অবাধে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে ফায়দা লুটে নিচ্ছে। এমন অভিযোগ এলাকাবাসীর।
জানা গেছে, নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকারের ছোট ভাই বাবলু সরকার তার ভাইয়ের দাপট খাটিয়ে দীর্ঘ ২বছর থেকে আবাদি জমিতে ড্রেজার ব্যবসায়ী বজলার রহমানের মাধ্যমে ড্রেজার মেশিন দিয়ে ৫টি পুকুর খনন শেষ করে আরো ২টি পুকুর খনন করতে অবৈধভাবে বালু উত্তোলন করাসহ বিক্রি করছে। কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে জন-সাধারণের যাতায়াত রাস্তা, ফসলি জমি ক্ষেত অনেকটা হুমকির মুখে রয়েছে। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন সচেতন মহল।
এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক মমিন আলী, জালাল হোসেন, এসাহাক আলীসহ অনেকে জানান, আমাদের এলাকা থেকে দীর্ঘ দুই বছর ধরে বাবলু সরকারের ক্ষমতার দাপটে আবাদি জমি থেকে বালু ব্যবসায়ী বজলার রহমান ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে।
বালু ব্যবসায়ী বজলার রহমান বলেন, নুরুজ্জামান চেয়ারম্যানের ছোট ভাই বাবলু পুকুর খনন করছে তাই আমরা বালু উত্তোলন করছি।
নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাদাত বলেন, সরকারী বিধি নির্দেশনা অমান্য করে যদি কেউ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি উপজেলা প্রশাসন থেকে অবশ্যই তদন্ত করা হবে।