August 31, 2025, 5:12 am
সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ নবগঠিত সুজানগর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,জেলা কৃষকদলের আহবায়ক মো.শফিউল আলম ও সদস্য সচিব অধ্যাপক সামছুর রহমান শামস সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে উপজেলা কৃষকদল। মিছিল শেষে উপজেলা কৃষকদলের নতুন আহ্বায়ক শাহজাহান আলী শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলের স ালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসান, সদস্য সচিব শেখ আব্দুর রউফ,পৌর পৌর বিএনপির আহ্বায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস ও সদস্য সচিব জসিম বিশ্বাস,বিএনপি নেতা শফিউল্লাহ মনি, মঞ্জু শেখ, আলাউদ্দিন আলাই, মোল্লা মোহাম্মদ আলী,ইঞ্জিনিয়র আব্দুল্লাহ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহিদ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রইচ উদ্দিন বিশ্বাস,কৃষকদল নেতা আব্দুল বাছেত বাঁশী,ছাত্রনেতা বাবু,রুবেল,কাউছার,মেহেদী ও রাশেদ প্রমুখ। সভায় বক্তরারা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের অধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে দলটির সুজানগরের নেতাকর্মীরা বলে জানানো হয়। উল্লেখ্য গত মঙ্গলবার মো.শাহজাহান আলী শেখকে আহ্বায়ক ও আব্দুল মজিদ মন্ডলকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী কৃষকদল সুুজানগর উপজেলা শাখার দুই সদস্য বিশিষ্ট (আংশিক)আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত মঙ্গলবার জেলা কৃষকদলের আহবায়ক মো.শফিউল আলম ও সদস্য সচিব অধ্যাপক সামছুর রহমান শামস এই কমিটি অনুমোদন করেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।