July 12, 2025, 9:55 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। বাঙ্গালি সংস্কৃতির অন্যতম উৎসব পিঠা উৎসব। শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী এ পিঠা উৎসব-২০২৩ এর শুভ উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও বিশিস্ট সমাজ সেবী বরিশাল-০২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলমের সহ ধর্মিণী আতিয়া আলম মিলি।
শনিবার ১৪ জানুয়ারি সকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্ত্বরে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য মোঃ শাহে আলম। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়ীতাদের আয়োজনে ইউএনও ফাতিমা আজরিন তন্বী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এটিএম মোস্তফা সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি প্রভাষক নির্মলা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর বানারীপাড়া উপজেলার পিঠা উৎসবে বিভিন্ন স্থান থেকে ২০ টি স্টল নানা রকমের কারুকার্যের নকশায় দেশীয় পিঠার পশরা উপস্থাপন করে। একই দিন সন্ধ্যায় বিদ্যালয় চত্ত্বরের মঞ্চে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।#