September 14, 2024, 11:38 pm
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবির এমবিএ (বাংলা) ও বিএমএড প্রোগ্রামের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ১৩ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল থেকে দুটি ভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। নীচ তলায় বাউবির এমবিএ (বাংলা) প্রোগ্রামের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এবং তৃতীয় তলায় বাউবির বিএমএড প্রোগ্রামের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিএমএড প্রোগ্রামের মৌখিক পরীক্ষার বোর্ডে ছিলেন এসএসএইচএল-এর প্রফেসর লাভলী আক্তার ডলি ও বিএমএড প্রোগ্রামের সমন্বয়কারী ড. মোহা: শহিদুল ইসলাম।
এমবিএ (বাংলা) প্রোগ্রামের মৌখিক পরীক্ষার বোর্ডে ছিলেন ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক (ব্যবস্থাপনা) ড. মো: মোতাহারুল ইসলাম ও সহযোগিতায় ছিলেন আঞ্চলিক কেন্দ্রের সহকারী আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার ও প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আরিফুল ইসলাম এবং উভয় বোর্ডে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আবু বাককার।
এ দিন রাজশাহী কলেজ, রাজশাহী বিশ^বিদ্যালয়, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ও ধামইরহাট সরকারি এমএম কলেজ, নওগাঁ স্টাডি সেন্টারের এমবিএ (বাংলা) এবং রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা স্টাডি সেন্টারের বিএমএড প্রোগ্রামের ভর্তিচ্ছু শিক্ষার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।