August 30, 2025, 4:03 am
আরিফ রববানী ময়মনসিংহ।
সারা দেশব্যাপী বিএনপি-জামাত নৈরাজ্য অপতৎপরতা যানবাহনে অগ্নিসংযোগ ও শ্রমিকদের উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে ও পাটগুদাম বাস টার্মিনালে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতি ও জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন। বুধবার বিকেলে নগরীর পাট গুদাম বাস টার্মিনালে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব ও দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি) এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তার সভাপতিত্বে ও জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এড. জহিরুল হক খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, জেলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিনসহ প্রমুখ,এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।