November 12, 2024, 10:20 am
মোঃহামিদার রহমান নীলফামারী।
নীলফামারীতে প্রতারনার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ জানুয়ারী) সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের সাবরেজিস্ট্রার অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার চাঁদ মিয়ার মেয়ে আসিয়া বেগম (২৪) ও একই এলাকার নুর আলমের স্ত্রী ফারজানা বেগম (২৮)। বর্তমানে তারা সৈয়দপুর শহরের ঢেলাপীর এলাকায় বাসাভাড়া নিয়ে থাকেন।
প্রতারনার শিকার আনোয়ার হোসেনের স্ত্রী পদ বানু জানান, একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে বিকাশ থেকে ১২ হাজার টাকা তুলে রেজিস্ট্রেরী অফিসে ঢুকার সময় যানজটে পড়ি। ওই সময় তারা আমার গায়ে ধাক্কা দিয়ে কৌশলে ব্যাগ থেকে টাকা গুলো বের করে নেয়। আমি টের পেয়ে ব্যাগের দিকে তাকিয়ে দেখি ব্যাগের চেইন খোলা টাকা নেই। তখন আসিয়ার হাত জড়িয়ে ধরি, সে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।
সদর থানার ওসি (তদন্ত) মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টার দিকে সাবরেজিস্ট্রি অফিসের সামনে পদবানু নামের এক পথচারীকে ধাক্কা দিয়ে ১২ হাজার টাকা ভ্যানিটি ব্যাগ থেকে বের করে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে। এ ঘটনায় পদবানু বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।