January 2, 2025, 10:11 pm
বিশেষ সংবাদদাতা: সোমবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফসার ফাতিমা আজরিন তন্বী, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রিনী হেন, পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, কারিতিসের এরিয়া ম্যানেজার আবু হানিফ, বুরো বাংলাদেশের ম্যানেজার আ:রহিম সিকদার, ব্রাকের লিপী ঘরামী, রুপান্তরের মুনজিলা, কোডেক ম্যানেজিল মোঃ জাখির হোসেন, শক্তি ফাউন্ডেশনের মোঃ সাইদুর রহমান প্রমূখ। সভায় উপস্থিত এনজিও কর্মকর্তারা স্ব স্ব কর্মসৃচি উপস্থাপন করেন। এর পৃর্বে এনজিও সমন্বয় পরিষদ সভাপতি এবং সম্পাদক যথাক্রমে মোস্তফা সরদার এবং সম্পাদক এস মিজিনুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে সমন্বয় পরিষদের পক্ষ থেকে
ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।#