February 15, 2025, 5:45 am
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী দোয়ালীপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত তিন জনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের কালাম হোসেন (৪০), পার্বতীপুর উপজেলার সোনাপুকুর গ্রামের মোঃ মুসলিম(৩৮)। অজ্ঞাতনামা একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঠাকুরগাঁওগামী সাইমুন পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা তৃপ্তি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্সকর্মী ও স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠান।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে।