April 22, 2025, 6:36 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। কুয়াশাচ্ছন্ন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানিতে নেমে বীজতলা থেকে তুলে সেই বীজ জমিতে রোপণ করছেন। পাশাপাশি বোরো চাষের জন্যে প্রস্তুত করা হচ্ছে বোরোর জমি।
জানা গেছে, তানোরে আমন ধান কাটার পরপরই শুরু হয় আলু রোপণের হিড়িক। তবে যারা আলুচাষ করেনি তারা বোরো চাষ শুরু করেছে। আলু উত্তোলনের পর সেসব জমিতে বোরো করা হবে।উপজেলার পৌর সদরের গোল্লাপাড়া, কুঠিপাড়া, ধানতৈড়, গুবিরপাড়া ও গোকুল মাঠ ঘুরে দেখা গেছে, আগাম বোরো চাষের জন্য জমি হালচাষ করাসহ বোরোবীজ রোপণ করছেন কৃষকেরা। তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের কৃষক আবু রহমান জানান,তিনি এবার ২৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করছেন। ইতিমধ্যে বিলকুমারী বিলে পানি নামার সঙ্গে সঙ্গে তিনি ৯ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন।তিনি বলেন, আমন ধানের বাম্পার ফলন ও ভালো দাম পেয়েছেন, তাই এবার বোরো চাষের জন্যে একটু আগেই জমি চাষের জন্যে প্রস্তুত করাসহ বোরো রোপণ শুরু করছেন। তবে এবার প্রচন্ড ঠান্ডা তাই কৃষি শ্রমিকরা তাদের মজুরি একটু বেশি নিচ্ছেন। তবুও কৃষক কিছুই মনে করছেন না। কারন যে পরিমাণ ঠান্ডা তাতে করে বোরো চাষের জন্য শ্রমিক পাওয়ায় কষ্টকর হয়ে পড়েছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। ধানের দামও ভালো পেয়েছেন কৃষকরা। চলতি মৌসুমে প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে বোরোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং বীজতলা প্রায় এক হাজার হেক্টর।তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, এবার আমনের ফলন ভালো পেয়েছে কৃষকরা। সেই জন্য বোরো চাষের জন্য বেশি ঝুঁকছেন। তিনি বলেন,আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও বোরো চাষের ফলন ভালো হবে হবে।