April 29, 2025, 8:46 am
আরিফ রববানী ময়মনসিংহঃ ইভটিজিং,মাদক, সন্ত্রাস, জঙ্গি, বাল্যবিবাহসহ সকল প্রকার অপরাধ নির্মুলের লক্ষে প্রতিটি পাড়া মহল্লায় ওপেন হাউজডে এবং আইনশৃঙ্খলা বিষয়ক সভার মাধ্যমে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে যাচ্ছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ।
সেই ধারাবাহিকতায় শুক্রবার ( ৬ইং জানুয়ারি) নগরীর আকুয়া উত্তরপাড়া মেম্বার মোড় ময়মনসিংহ আকুয়া উত্তর পাড়া মডেল ডিফেন্স পার্টির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম ফকির। তিনি বলেন-অপরাধ নির্মুলে সমাজের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। তাই সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গি,ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ মোলক কর্মকান্ডকে প্রতিহত করতে পুলিশের পাশাপাশি প্রত্যেক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) বলেন,পুলিশ জনগণের বন্ধু, যেকোন সমস্যায় বিপদে-আপদে পুলিশি সেবা পেতে থানায় কারো কোন হয়রানী হতে হবে না।
৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওসি আরো বলেন
কেউ দালালদের খপ্পরে পড়বেন না,দালালের কাছে না গিয়ে সরাসরি আমার কাছে যাবেন,আমার দরজা সবার জন্য উম্মুক্ত। আমার কাছে যেতে সমস্যা হলে আপনাদের পাশাপাশি নগরীর প্রতিটি ওয়ার্ডে ও উপজেলার প্রতিটি ইউনিয়নে ও নগরীর প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয় রয়েছে,যেখানে প্রতিটি বিটে দায়িত্বপ্রাপ্ত অফিসার নিজ নিজ ওয়ার্ড ও ইউনিয়ন বিট এলাকায় আপনাদের সেবায় ও সুবিধার্থে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন- বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে সোচ্চার। একজন মাদকসেবী একটি পরিবারের কান্না। মাদক নির্মুলে সমাজের সকলে এগিয়ে আসতে হবে। একজন মাদকসেবী একটি পরিবার ও একটি সমাজ ও নষ্ট করে দেয়। তাই মাদক ব্যবসায়ীদের কে কোন ভাবেই ছাড় দেওয়া যাবে না। এছাড়া মাদকের সাথে ছাড়া জড়িত তাদের কেউ আইনের আওতায় এনে মাদকমুক্ত সমাজ গড়তে হবে।
ওসি বলেন-সমাজে একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু সমাজের বাকী সবার কর্তব্য হলো ঝগড়াঝাটি মিটমাট করে সমাজে শান্তি ফিরিয়ে আনা। শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে হবেনা সমাজের সবাইকে শান্তির পক্ষে এগিয়ে আসার আহবান জানান ওসি শাহ কামাল আকন্দ। পরে তিনি শীতের তীব্র ঠান্ডা আবহাওয়ায় জনগণকে শীতের তীব্রতা থেকে রক্ষা করতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এসময় রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।