December 3, 2024, 8:04 pm
আরিফ রববানী ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল বাশতলা গ্রামের একটি ঝুপড়ি ঘরে বসবাস প্রতিবন্ধী মোঃ আঃ ছালামের । পায়ে সমস্যার কারণে হাটতে পারেননা তাই ঘরের বাইরে যেতে পারেনা,দেখতে পারেনা প্রকৃতির দৃশ্য। কারাগারের বসতীদের মতই দিন কাটছে তার। একটি হুইল চেয়ারের অভাবে তিনি ঘর থেকে বের হয়ে সূর্যের আলো দেখতে পারছিলেন না।
প্রতিবন্ধীতার কারনে দীর্ঘদিন যাবৎ বাড়ির বাইরে গিয়ে আলো বাতাস প্রকৃতি দেখতে পারেন না মর্মে দেখার ইচ্ছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা বরাবরে হুইল চেয়ারের আবেদন করেন প্রতিবন্ধী আঃ ছালাম। এসব বিষয় জানার পর সরেজমিন যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত। তার আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির নির্দেশনা মোতাবেক আবেদনকারীর বাড়িতে স্ব-শরীরে উপস্থিত হয়ে
প্রতিবন্ধী মোঃ আঃ ছালামকে একটি হুইল চেয়ার উপহার প্রদান করা হয়। একই সাথে প্রতিবন্ধী আঃ ছালামকে প্রতিবন্ধী ঋণ কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও মিজাবে রহমত । এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার এবং ঋণ কার্ডের আশ্বাস পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ইউএনও মিজাবে রহমত ও ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকনকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিবন্ধী ছালামের এর পরিবার। এ প্রতিবন্ধী ব্যক্তিকে উপহারসামগ্রী প্রদান করায় এলাকার তৃনমূল লোকেরা গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও ইউএনও মিজাবে রহমত এর মানবিকতার প্রশংসা করেছেন।