December 14, 2024, 7:34 am
রিপন ওঝা,খাগড়াছড়ি।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজ ৪ঠা জানুয়ারি রোজ বুধবার খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে বর্নাট্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে পরিষদ চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মংসুইপ্রু চৌধুরী অপু বক্তব্য বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জল ইতিহাস,দেশ গড়ার ইতিহাস। ছাত্রলীগের হাত ধরে এদেশে রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। আর জিয়াউর রহমান এদেশে সন্ত্রাস ও রাজাকারদের পুনঃজীবিত করেছেন। এরই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের গডফাদার ও আ’লীগ পরিবারের ২১জন নেতাকর্মী হত্যকারী ওয়াদুদ ভূঁইয়া আবারও ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। আ’লীগের অহংকার ছাত্রলীগ কখনও তা হতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালের “স্মার্ট বাংলাদেশ” গঠনে ছাত্রলীগের নেতৃত্বের বিকল্প নেই। শেখ হাসিনার বিশস্ত ভ্যানগার্ড হিসেবে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি নিয়ে সাংগঠিনক ও রাজনৈতিক দায়িত্ব পালনে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ছাত্রলীগের নেতাকর্মী সদা প্রস্তুত থাকবে। সেই সাথে খাগড়াছড়ি জেলার ২৯৮ নং আসন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সক্রিয় অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরো বলেন খাগড়াছড়িতে আর ত্রাসের রাজত্ব কায়েম করতে ওয়াদুদ ভূঁইয়াকে সুযোগ দেওয়া হবে না।
এ সময়ে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সকল সহযোগী অঙ্গ ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সাবেক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতেপ্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা এবং আলোচনা সভার শেষে উপস্থিত সকলের মাঝে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুভ শুভ দিন ছাত্রলীগের জন্মদিন স্লোগানে স্লোগানে কেক কাটা হয়।