December 6, 2024, 10:10 pm
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার রাতে সুজানগর পৌরসভার ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জায়দুল হক জনি, কাঁচারীপাড়া ক্লাবের উপদেষ্টা ফারুক-ই-আজম,সভাপতি সাইদুর রহমান, সহ সভাপতি সাইফুল্লাহ ফুল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা ও আব্দুস সোবাহান, খেলোয়ারদের মধ্যে ইয়াকুব হোসেন, রাজু আহমেদ, হিমেল রানা, মিন্টু, সাইফুল, আনিছুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চন্দন সরকারের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহন করছে। স্পন্সর হিসেবে রয়েছে রওশন ট্রেডার্স এবং টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক যুগান্তর।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।