April 22, 2025, 6:51 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের এবং জেলা প্রশাসন পঞ্চগড় এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী এর নেতৃত্বে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা এলাকায় অবস্থিত ১ টি অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ইট ভাটা মালিকগনকে অবৈধ ইট ভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।
জেলা পুলিশ, পঞ্চগড় ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পঞ্চগড় এর একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়