December 27, 2024, 2:11 am
এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগওে র্যালি,আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে সুদমুক্ত ঋণ ও শারীরিক প্রতিবন্ধীদেও মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা সহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩। সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান। পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের স ালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ও হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার,এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইফনুস আলী বাদশা এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি মানবিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। এ ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ হাতের ছোঁয়ায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা,প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি, দলিত হরিজন ভাতা, তৃতীয় লিঙ্গের হিজরা ভাতা, হতদরিদ্র রোগীদের চিকিৎসা, সুদমুক্ত ঋণ প্রদান, প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক পরিচয় পত্র প্রদানসহ বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন করে যাচ্ছেন। এ জন্য বিশ্বের দরবারে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সুবিধা বি ত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ বিশ্বে প্রশংসিত। জাতিসংঘও এর স্বীকৃতি দিয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায়ও নিরলসভাবে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন-সবাইকে এক সাথে নিয়ে এগিয়ে যাওয়া। কাউকে পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও সংসদ সদস্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন। শেষে সুজানগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদেও মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ এবং উপজেলা ১০০ জন অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ২৫ লাখ টাকা সুদমুক্ত ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।