November 11, 2024, 8:20 pm
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগ অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। জানা গেছে, গত ২ ডিসেম্বর সোমবার “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে তানোরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ,বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমূখ। আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। এর আগে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
তানোর প্রতিনিধি।।