March 18, 2025, 2:27 pm
মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
কুমিল্লার চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা মাশায়েখ সমাবেশ হয়। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে সমাবেশ হয়।
এতে কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফখরুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন- নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।এসময় আরো বক্তব্য রাখেন
সমাবেশে কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী), খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক কে এম ইমরান হোসেন।
কুমিল্লা জোন পরিচালক ডা. বোরহান উদ্দিন সিদ্দিকী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা উত্তর জেলার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশরাফী।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মাওলানা মজিবুর রহমান ফরাজি, কুমিল্লা মহানগর সভাপতি সৈয়দ আবদুল কাদের জামাল, কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খাঁন, মাওলানা আবু বক্কর সিদ্দিক, কুমিল্লা উত্তর জেলা ও বিভিন্ন উপজেলার সংগঠনের দায়িত্বশীলবৃন্দ ও ওলামা মাশায়েখগন।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বলেন- একজন আলেম দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। মূল্যবান সম্পদ হারিয়ে গেলে মানুষ যেমন দিশেহারা হয়ে যায় তেমনি কোনো আলেম চলে গেলে পুরো দেশ ও সমাজ অচল হয়ে পরে। সুতরাং আলেম সমাজ কে খেলাফত রাস্ট্র ব্যবস্থা কায়েম এর জন্য এগিয়ে আসার আহবান জানান তিনি।