January 15, 2025, 9:02 am
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
শীতের বৈরী আবহাওয়ায় ও ঘণ কুয়াশার কারণে দেরিতে লঞ্চ পৌঁছনোয় সবচেয়ে দুর্ভোগে ভুগছেন দক্ষিণ অঞ্চলের জনগণ। শীতের ঘণকুয়াশার প্রভাবে পড়েছে বরিশালের বানারীপাড়ায় গতকাল রাতে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজদূত প্রাইম লঞ্চ আজ ৩১ ডিসেম্বর শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটে এসে পৌঁছেছে। এতে করে বেশিরভাগ যাত্রীদের মুখে শোনা গেছে চরম দুর্ভোগের কথা। পড়তে হয়েছে অনেক বিপাকে। ঢাকা থেকে আসা লঞ্চের যাত্রী মকবুল হোসেন বলেন জরুরী ভিত্তিতে ঢাকা থেকে রওনা দিয়ে আসলাম কিন্তু লঞ্চ দেরিতে পৌঁছায় আমার সমস্যা হয়ে দাঁড়ালো। যাত্রী রাবেয়া বেগম জানান বিয়ের অনুষ্ঠানের জন্য জরুরী ভাবে ঢাকা থেকে আসলাম কিন্তু এত দেরিতে লঞ্চ পৌঁছাবার কারণে কাজে বিঘ্ন ঘটল। রাজদূত প্রাইম লঞ্চের সুপারভাইজার মোঃ জসিম বলেন গতকাল রাত ৭ টায় আমরা যাত্রীসহ রওনা দিয়েছি রাত সাড়ে ৩টায় মিরগঞ্জ পর্যন্ত খুব ভালোভাবেই এসেছি। এরপরে ছোট নদী হওয়ার কারণে কুয়াশা তীব্র আকারে বেড়ে যাওয়ায় কিছু না দেখতে পারার কারণে লঞ্চ দেরিতে এসে পৌঁছেছে।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।